প্রতিনিধি ১ এপ্রিল ২০২২ , ৫:৫০:৪৮ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) রাশিয়ার সীমান্তবর্তী বেলগোরোদ শহরের একটি তেলের ডিপোতে ইউক্রেন হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক প্রধান ভিচেস্লাভ গ্লাদকভের বরাত দিয়ে বলা হয়, দুটি ইউক্রেনীয় সামরিক হেলিকপ্টার দ্বারা ওই ডিপোতে হামলা চালানো হয়েছে, যেগুলো কম উচ্চতায় উড়তে গিয়ে রাশিয়ার ভূখণ্ডে প্রবেশ করেছে।
তবে ঘটনার বিস্তারিত বিবরণ এখনো পাওয়া যায়নি।
আরটির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন সীমান্ত থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে বেলগোরোদ অঞ্চলের প্রশাসনিক রাজধানীতে এ ঘটনা ঘটে। স্থানীয় সময় ভোর ৬টা থেকে আগুনের ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে।
টেলিগ্রামে এক বিবৃতিতে তিনি বলেন, জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। অগ্নিকাণ্ডের কারণ আমরা পরে জানতে পারব।
আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীরা হিমশিম খাচ্ছেন, যে কারণে পার্শ্ববর্তী ৩টি রাস্তার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ নভোস্তি’র বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেলগোরোদে তেলের ডিপোর ৮টি ট্যাংকে আগুন জ্বলছে এবং আরও ৮টি ট্যাংকে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। -অনলাইন ডেস্ক