• খেলাধুলা

    কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে শুরু হবে ২০২২ বিশ্বকাপ

      প্রতিনিধি ২ এপ্রিল ২০২২ , ১০:২৩:৫৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বিশ্বকাপ ২০২২ শুরু হবে কাতার-ইকুয়েডর ম্যাচ দিয়ে। আর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। অন্যদিকে ব্রাজিল বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেরবে সার্বিয়ার বিপক্ষে।

    শুক্রবার রাতে কাতারের দোহা এক্সিবিশন অ্যান্ড কনভেনশনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের ড্র। কাতারে হতে যাওয়া এবারের বিশ্বকাপ আগামী ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর।

    ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল নিশ্চিত হয়ে গেছে। ড্রয়ে যে তিনটি স্লট খালি থাকবে, সেগুলো নির্ধারিত হবে দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল দিয়ে।

    আগেই ঠিক করা ছিল স্বাগতিক কাতার হবে ‘এ’গ্রুপের এক নম্বর দল। এরপর লটারির মাধ্যমে নির্ধারণ করা হয় কোন গ্রুপে কোন দেশ খেলবে।

    বিশ্বকাপের আট গ্রুপ:

    গ্রুপ এ

    কাতার, নেদারল্যান্ডস, সেনেগাল, ইকুয়েডর।

    গ্রুপ বি

    ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরান, ওয়েলস/স্কটল্যান্ড/ইউক্রেন।

    গ্রুপ সি

    আর্জেন্টিনা, মেক্সিকো, পোল্যান্ড, সৌদি আরব।

    গ্রুপ ডি

    ফ্রান্স, ডেনমার্ক, তিউনিসিয়া, পেরু/অস্ট্রেলিয়া/সংযুক্ত আরব আমিরাত।

    গ্রুপ ই

    স্পেন, জার্মানি, জাপান, কোস্টারিকা/নিউজিল্যান্ড।

    গ্রুপ এফ

    বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মরক্কো, কানাডা।

    গ্রুপ জি

    ব্রাজিল, সুইজারল্যান্ড, সার্বিয়া, ক্যামেরুন।

    গ্রুপ এইচ

    পর্তুগাল, উরুগুয়ে, দক্ষিণ কোরিয়া, ঘানা।

    -অনলাইন ডেস্ক
    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content