প্রতিনিধি ২ এপ্রিল ২০২২ , ১০:৩২:৫৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সড়ক দুর্ঘটনায় রাজধানীর কুড়িল ফ্লাইওভারে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহতের ঘটনায় কাভার্ডভ্যান চালক ও তার সহকারীকে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় ঘাতক গাড়িটি।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী সাব্বির আহমেদ।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কুড়িল ফ্লাইওভাবে গাড়ি চাপায় নিহত হন স্কুটি আরোহী ২২ বছরের মিম।
দুর্ঘটনার পর প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের স্বজনেরা জানিয়েছিলেন, একটি কভার্ড ভ্যান মিমের স্কুটিকে চাপা দিয়ে পালিয়ে গেছে।
ছুটির দিনের সকালে ক্যাম্পাসে এক অনুষ্ঠানে যোগ দিতে স্কুটি নিয়ে উত্তরার বাসা থেকে বের হয়েছিলেন নর্থ সাউথের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের এ ছাত্রী।
দুপুরে মিমের মামাতো ভাই অ্যাডভোকেট জাকির হোসেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে বলেন, ঘটনাস্থলে গিয়ে তারা শুনেছেন, একটি কভার্ড ভ্যান মিমের স্কুটিকে চাপা দিয়ে চলে যায়। পুলিশকে তারা বিষয়টি জানিয়েছেন।
অজ্ঞাত সেই গাড়ির চাপায় রক্তাক্ত অবস্থায় ফ্লাইওভারেই পড়ে ছিল মিমের দেহ। পাশেই পড়ে ছিল তার স্কুটি। পুলিশ দুর্ঘটনার খবর পায় ৯৯৯ এ একটি ফোনে।
ওই অবস্থায় মিমকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্ত হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। -অনলাইন ডেস্ক