• Top News

    জনরোষ এড়াতে শ্রীলঙ্কায় কারফিউ জারি, সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ

      প্রতিনিধি ৩ এপ্রিল ২০২২ , ১২:৩০:৫৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) খাদ্য এবং জ্বালানি ঘাটতির কারণে তীব্র বিক্ষোভের মুখে এবার দেশজুড়ে ৩৬ ঘন্টার কারফিউ জারির পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করেছে শ্রীলঙ্কার সরকার।

    রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসে কর্তৃপক্ষের লিখিত অনুমতি ব্যাতীত যে কোনও পাবলিক রাস্তায়, পার্কে, ট্রেনে বা সমুদ্রতীরে কাউকে যেতে নিষেধ করে নোটিশ জারি করেছেন বলে বিবিসির খবরে নিশ্চিত করা হয়েছে।

    শনিবার সন্ধ্যার পর থেকে কারফিউ জারি হয়। অন্যদিকে, ব্লক করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর মধ্যে রয়েছে ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম।

    জানা গেছে, দেশটিতে হোয়াটসঅ্যাপও ‘ডাউন’ রয়েছে। “টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের নির্দেশ অনুসারে” এটা করা হয়েছে বলে মোবাইল ফোন ব্যবহারকারীরা একটি বার্তা পেয়েছেন। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content