প্রতিনিধি ৩ এপ্রিল ২০২২ , ১২:৩২:৪৮ প্রিন্ট সংস্করণ
প্রথমত, দক্ষিণ আফ্রিকায় এশিয়ান ওপেনারদের মধ্যে জয়ের ইনিংসটাই সেরা। এশিয়ার দ্বিতীয় সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সেঞ্চুরি করেছেন তিনি। আর প্রথম এশিয়ান ওপেনার হিসেবে কোনো ইনিংসে খেলেছেন তিনশ’র বেশি বল।
মোট ৪৪২ মিনিট মাঠে ছিলেন জয়। এটাও রেকর্ড। এশিয়ানদের মধ্যে দক্ষিণ আফ্রিকায় জয়ের চেয়ে লম্বা ইনিংস রয়েছে শুধু ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড় ও শচিন টেন্ডুলকারের।
জয়ের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৩৬৭ রানের জবাবে ২৯৮ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ। শনিবার তৃতীয় দিনের খেলা শেষে জয় বলেন, ‘আসলে এটা ম্যাজিকের কিছু না।
জয়ের লড়াকু ইনিংসটা মনে ধরেছে বাংলাদেশের ব্যাটিং কোচ জিমি সিডন্সের। জিমি বলেন, ‘আমি ছেলেদের বলেছি- টেস্ট ক্রিকেটে কীভাবে ব্যাট করতে হয় জয় আমাদের জন্য সেই দৃষ্টান্ত স্থাপন করল। দীর্ঘ সময় ব্যাট করার বিশ্বাসটা থাকতে হবে। নিজের রক্ষণে বিশ্বাস রাখতে হবে। দলে সঙ্গে আছি মাত্র দুই মাস হলো। মেধা, কাজ ও ধৈর্য দিয়ে সে আমার নজর কেড়েছে। নিজের খেলার প্রতি তার নিবেদন অন্যরকম। আজকের ইনিংস সেই ধৈর্যের প্রতিফলন ছিল।’
সিডন্স মনে করেন, প্রতিটি বলের মান বিচার করে খেলার দক্ষতা দেখিয়েছেন জয়। অস্ট্রেলিয়ান এই কোচ এর আগেও কাজ করেছেন বাংলাদেশে। তবে এবারই প্রথম বাংলাদেশি কোনো ব্যাটারকে এভাবে খেলতে দেখলেন। সিডন্স বলেন, ‘জয় বিলাসী শট খেলেনি। জয়ের এই বিশ্বাস আছে- সে ছয় ঘণ্টা ব্যাট করতে পারবে। যেভাবে খেলেছে তা গর্ব করার মতো। পুরো ইনিংস জুড়ে কেউ ব্যাট করেছে এটা বাংলাদেশের জন্য বিশেষ কিছু। এমন খুব বেশি ব্যাটারকে দেখিনি। এমন ধৈর্য বাংলাদেশের ব্যাটারদের মধ্যে কমই দেখা যায়। যদিও এই ইনিংসে কেউ বাজে খেলেনি, ওদের ভালো বোলিং আর রান আউটের শিকার হয়েছি আমরা।’ -নিউজ ডেস্ক