• Top News

  ৯০ দিনের মধ্যে পাকিস্তানে নির্বাচন

    প্রতিনিধি ৩ এপ্রিল ২০২২ , ৪:৫৬:২০ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নাকচ হয়ে যাওয়ার পর দেশটির জাতীয় পরিষদ ভেঙে দিয়েছেন প্রেসিডেন্ট আরিফ আলভি।

  আজ রোববার জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি অনাস্থা প্রস্তাব নাকচ করে দেওয়ার পর ইমরান খানের পরামর্শে আইনসভা ভেঙে দেন তিনি।

  এই পরিস্থিতিতে আগামী তিন মাস অর্থাৎ ৯০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ।

  পাকিস্তান সংবিধানের ৫৮ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, প্রধানমন্ত্রী যদি পরামর্শ দেন, তাহলে প্রেসিডেন্ট পার্লামেন্ট ভেঙে দেবেন। প্রেসিডেন্ট যদি পার্লামেন্ট ভেঙে না দেন, তবে প্রধানমন্ত্রীর পরামর্শের ৪৮ ঘণ্টার মধ্যে তা এমনিতেই ভেঙে যাবে। পার্লামেন্ট ভেঙে যাওয়ার পর ৯০ দিনের মধ্যে নতুন সরকার গঠন হবে।

  এর আগে অনাস্থা প্রস্তাব নাকচের পর জাতির উদ্দেশে ভাষণ দেন ইমরান খান। দেশবাসীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সংসদ ভেঙে দেওয়ার জন্য প্রেসিডেন্টকে প্রস্তাব পাঠিয়েছেন। আপনারা পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। -অনলাইন ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content