• Top News

    বোয়ালমারীর ওসির বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও প্রাণনাশের হুমকির মামলা

      প্রতিনিধি ৭ এপ্রিল ২০২২ , ৩:৫৯:২৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম (৫৫) ও এসআই উত্তম কুমার সেনের (৫০) বিরুদ্ধে ঘুষ নেওয়া ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে।

    ফরিদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭ নং আমলি আদালতে মঙ্গলবার দুপুরে মামলাটি দায়ের করেন বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের মোবারকদিয়া গ্রামের মৃত আব্দুল হক মোল্লার ছেলে ব্যবসায়ী মো. আতিয়ার রহমান নান্টু। দণ্ডবিধির ৩২৩/৩৮৫/৫০৬(বি)/১১৪ ধারায় মামলাটি দায়ের করা হয়।

    মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বাদী আতিয়ার রহমান নান্টু বোয়ালমারী পৌর সদরের ওয়াপদার মোড়ে ২০০০ সালে সাড়ে ১০ শতাংশ জমি ক্রয় করে ২ শতাংশের ওপর গুদাম ঘর (হোল্ডিং নং ০৬০৭-০১) নির্মাণ করে হার্ডওয়ারের ব্যবসা করে আসছেন।

    তার সাথে জমিজমা নিয়ে সোতাশী গ্রামের মৃত মহিউদ্দীনের ছেলে মো. ইয়াকুব হোসেন ও মো. বেলায়েত হোসেনের বিরোধ চলে আসছিল। উক্ত ব্যক্তিরা জোরপূর্বক জমি ও গুদাম ঘর দখল করে নেয়ার পাঁয়তারা করতে থাকায় বাদী আতিয়ার রহমান নান্টু ২০২১ সালের ২৫ নভেম্বর থানায় জিডি করেন। জিডি নং ১৯৭৭। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content