• Top News

    পাকিস্তানজুড়ে বিক্ষোভ ইমরানপন্থীদের

      প্রতিনিধি ১১ এপ্রিল ২০২২ , ১২:২৮:৪২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) অনাস্থা ভোটে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খানের সমর্থনে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছেন। রোববার রাতে করাচি, পেশোয়ার, মালাকান্দ, মুলতান, খানেওয়াল, খাইবার, ঝাং, কোয়েটা, ওকারা, ইসলামাবাদ, লাহোর ও অ্যাবোটাবাদ শহরে বিক্ষোভ হয়। বাজাউর ও লোয়ার দিরেও বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

    ইমরান খান রোববার এক টুইট বার্তায় বলেন, শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে।

    টুইটা বার্তায় ইমরান আরও বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান একটি স্বাধীন রাষ্ট্র হয়। কিন্তু শাসন পরিবর্তনে বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে আজ আবার পাকিস্তানের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছে। তিনি বলেন, দেশের জনগণই সর্বদা তাদের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করে।

    এর আগে ‘বিদেশি ষড়যন্ত্রের’ বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা দেয় পিটিআই।

    পিটিআইয়ের মুখপাত্র ফাওয়াদ চৌধুরী আগের দিন ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রোববার এশার নামাজের পর বিক্ষোভ করার জন্য জনগণকে আহ্বান জানিয়েছিলেন।-অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content