• সারাদেশ

    বিরামপুরে আউশ চাষীদের মাঝে সার-বীজ বিতরণ

      প্রতিনিধি ১২ এপ্রিল ২০২২ , ১২:২৮:৫২ প্রিন্ট সংস্করণ

    Exif_JPEG_420

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম)  আউশের আবাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উদ্বুদ্ধ করতে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় বিরামপুর পৌর এলাকা ও ৭টি ইউনিয়নের ৩৬০জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (১১ এপ্রিল) প্রতিটি কৃষককে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এসব বিতরণের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিকছন চন্দ্র পাল, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম ও উম্মে কুলসুম বানু, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, দীনেশ চন্দ্র রায় প্রমূখ।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content