• রংপুর বিভাগ

    বিরামপুরে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২ , ৫:১৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    Exif_JPEG_420

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্পের (২য় পর্যায়) বিশেষ উঠান বৈঠক বুধবার (১৩ এপ্রিল) বিরামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
    তথ্য আপা, জাতীয় মহিলা সংস্থা, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের বাস্তবায়নে বিরামপুর উপজেলার নারীদের নিয়ে উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের এম,পি শিবলী সাদিক। উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু ও মেজবাউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, থানার ওসি সুমন কুমার মহন্ত, মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি যথাক্রমে শিবেশ কুন্ডু, নারু গোপাল কুন্ড, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোঃ মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।
    এর আগে অতিথিবৃন্দ এডিপি’র আওতায় দুস্থ্য পরিবারের মাঝে রিং স্বাব এবং উপকারভোগিদের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, ঢেউটিন, বৈদ্যুতিক ফ্যান ও খেলার সামগ্রী বিতরণ করেছেন।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content