• Top News

    এনআইডি ছাড়া মিলবে না ট্রেনের টিকিট

      প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২২ , ৫:৫০:৫৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ট্রেনের টিকিট কিনতে হলে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম সনদ দেখাতে হবে বলে জানিয়েছে বাংলাদেশে রেলওয়ে কর্তৃপক্ষ।

    কোনো ব্যক্তি যদি তার পরিবারের চার সদস্যের জন্য টিকিট কিনতে চান তাহলে তাকে চারজনের পরিচয়পত্রই বা জন্ম সনদ দেখাতে হবে। আগের মতো একজনের পরিচয়পত্র দেখিয়ে চারটি টিকিট কেনা যাবে না।

    ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি নিয়ে আজ বুধবার রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে নতুন এই নিয়মের কথা জানান রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন।

    মন্ত্রী বলেন, ‘টিকিট কিনতে হলে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। একজন ব্যক্তি চারটি টিকিট কিনতে পারবে, সেক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ অথবা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডিকার্ড দেখাতে হবে। একজনের পরিচয়পত্র দিয়ে কেনা টিকিটে অন্য কেউ ভ্রমণ করতে পারবে না।’

    তিনি আরও বলেন, ‘এবার আমরা ‘টিকিট যার ভ্রমণ তার’ স্লোগান নিয়ে টিকিট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকিট কেনার সময় যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শন করতে হবে। একজনের পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার টিকিট বাতিল হবে এবং গুনতে হবে জরিমানা।’

    জাতীয় পরিচয়পত্র না থাকলে তিনি কী করবেন, জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন ছাড়া টিকিট নেওয়ার কোনো সুযোগ নেই।’

    অনলাইনে টিকিট কিনতে হলে এনআইডি নম্বর দিয়েই নিবন্ধন করতে হয়। এবং কেউ নিবন্ধন করলে সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারেন।

    অনলাইনে কীভাবে বাকি তিনজনের পরিচয়পত্র দেখা হবে জানতে চাইলে একজন রেল কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘অনলাইনে টিকিট কিনলেও যাত্রার আগে কাউন্টার থেকে প্রিন্টেড টিকিট সংগ্রহ করতে হয়। তখন সবার পরিচয়পত্র দেখা হবে।’ -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content