• Top News

  হবিগঞ্জে বজ্রপাতে শিশুসহ নিহত ৩

    প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২ , ৭:০৯:০৫ প্রিন্ট সংস্করণ

  (দিনাজপুর২৪.কম) বানিয়াচং উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বজ্রপাতে দুই শিশুসহ ৩ জন নিহত হয়েছেন।

  নিহতরা হলেন- মোহাম্মদ হোসাইন (১৩), জুমা বেগম (১২) ও আলমগীর মিয়া (২৬)।

  উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শিশু মোহাম্মদ হোসাইন এড়ালিয়া হাওরে ঘাস কাটতে হাওরে যায়।

  এ সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। সে দক্ষিণ-পূর্ব ইউনিয়নের তাতারি মহল্লার আক্কেল আলীর ছেলে।

  একই সময় জাতুকর্ণ পাড়ার আব্দুর রহমান মিয়ার মেয়ে জুমা বেগম মারা যায়। ওই সময় সে বাড়ির আঙ্গিনায় দাঁড়ানো অবস্থায় ছিল। খলা থেকে ধান সংগ্রহ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মৃত্যু হয় আলমগীর মিয়ার। তিনি খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়ার গ্রামের সামসু মিয়ার ছেলে।

  বানিয়াচং থানার ওসি মো. এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস সূত্র জানায়, নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। -অনলাইন ডেস্ক

  মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

  আরও খবর

  Sponsered content