• Top News

    দুই বছর পর উৎসবে মুখরিত রমনার বটমূল

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২ , ৭:১৪:০০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) করোনার কারণে দুই বছর বিরতির পর আবারো দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানটের আয়োজনে শুরু হয়েছে বর্ষবরণ আবাহন অনুষ্ঠান।

    পবিত্র রমজান মাসেও উৎসবপ্রিয় মানুষ প্রতিবারের মতো এবারো প্রাণের টানে ছুটে এসেছেন এই আয়োজনে৷

    বৃহস্পতিবার বাংলা নববর্ষের প্রথম ভোরের মিষ্টি রোদে রমনার বটমূলে শিল্পী শ্রাবন্তী ধরের কণ্ঠে রাগালাপের মধ্য দিয়ে শুরু হয় এ আয়োজন। তিনি পরিবেশন করেন রাগ রামকেলী।

    রাগের উত্থান-পতনের মাঝে তন্ময় হয়ে পড়েন শ্রোতারা। কণ্ঠ আর যন্ত্রের সুর শেষে যখন চোখ মেলেন, তখন তাদের পাশের ভিড় যেন বেড়েছে আরও কয়েকগুণ। বরাবরের মতোই মূল মঞ্চে বসেছেন ছায়ানট বিদ্যায়তনের নানা বর্ষের শিল্পীরা। সংখ্যায় তারা ৮৫ জন।

    শিল্পীদের কণ্ঠে প্রথমেই গীত হয় রবীন্দ্রসংগীত ‘মন, জাগ মঙ্গললোকে’। এর বাইরে ছায়ানট বিদ্যায়তনের শিক্ষকরা রয়েছেন একক ও দ্বৈত পরিবেশনা নিয়ে৷

    অনুষ্ঠানে পঞ্চকবির গান ছাড়াও থাকছে লোকগান, ব্রতচারীদের গান ৷

    ছায়ানট সভাপতি সনজীদা খাতুনের বর্ষবরণের বক্তব্য দিয়ে শেষ হবে এ আয়োজন। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content