• সারাদেশ

    কাহারোলে ব্যাপক উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে বাংলা বর্ষবরণ উদযাপন

      প্রতিনিধি ১৪ এপ্রিল ২০২২ , ৭:২৩:৫৪ প্রিন্ট সংস্করণ

    দিলীপ কুমার রায় (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৪ এপ্রিল সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে বণার্ঢ্য বর্ষবরণ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নেতৃত্বদেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। র‌্যালীটি জাতী, ধর্ম, বর্ণ নিবিশেষে সকলের আনন্দ উৎসবের মধ্যে দিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে শেষ হয়। গত দুই বছর করোনা মহামারীর কারনে উৎসবটি পালন করতে না পারায় এবছর উৎসবটি পালনে মানুষের উপস্থিতি ও ব্যাপক উৎসাহ ও আনন্দ পরিলক্ষিত হয়। পরে কাহারোল উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল এমপি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মৌসুমি আক্তার ও উপজেলা ভাইস চেয়ারম্যান হৃদয় চন্দ্র রায়। এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের সভাপতি একেএম ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি বিদ আবু জাফর মোঃ সাদেক, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোছাঃ সাদরাতুন মুমতাহিনা, কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রইস উদ্দীন ও উপজেলা প্রকৌশলী নিমাই চন্দ্র বৈষ্ণব।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content