• সারাদেশ

    দিনাজপুরে শালিসে এ্যডভোকেট লাঞ্ছিত : মারধরের অভিযোগ

      প্রতিনিধি ১৮ এপ্রিল ২০২২ , ৩:১৪:৪০ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে বিচার শালিসে উপস্থিত হয়ে লাঞ্ছিত এবং মারধর রক্তান্ত জখমের শিকার হয়েছেন এ্যাডভোকেট মোঃ রেজাউর রহমান খান। এই ঘটনায় এ্যাডভোকেট মোঃ রেজাউর রহমান খান নিজে বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেছেন।
    দিনাজপুর কোতয়ালী থানার এজাহার সূত্রে জানা গেছে, ৬নং আউলিয়াপুর ইউপির মাসিমপুর মৃত খতিবুল্লাহ ওরফে খতিবুদ্দিনের পুত্র মোঃ জুয়েল হোসেনের পৈত্তিক সম্পত্তি এস-এ খতিয়ান-১৯০, দাগ নং-১৬০, বাস্তুভিটা মৌজা-মাশিমপুর, জে,এল নং-১০৯, জমির পরিমাণ ৭৬ শতকের মধ্যে দাগের উত্তর মধ্যাংশে কাচা রাস্তা সংলগ্ন ০৮ শতক জমি নিয়ে গত ১৬/০৪/২২ তারিখে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে শালিস বৈঠকে বসা হয়। এক পর্যায়ে শালিসে উচ্চবাচ্য হওয়ায় ৯৯৯ পুলিশকে ফোন করা হয়। পুলিশ ঘটনাস্থলে এসে জমির কাগজপত্র দেখে উভয়কে শান্ত থাকার কথা বলে ঘটনাস্থল থেকে চলে যায়। পুলিশ চলে যাওয়ার পর ৬নং আউলিয়াপুর ইউপি মাসিমপুর এলাকার মোঃ তোজাম্মেল হকের পুত্র রাসেল, মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ মহসীন ও তোজাম্মেল হকসহ সংঘবদ্ধ দল মিলে সেখানে চেয়ার-টেবিল সহ আনুষাঙ্গিক মালামাল ভাংচুর চালায়। এরপর এ্যাডভোকেট মোঃ রেজাউর রহমান খানকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। উক্ত বিবাদীরা এ্যাডভোকেটকে মারধর করে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে চলে যায়। এ্যাডভোকেট প্রাথমিক চিকিৎসা শেষে নিজেই বাদী হয়ে দিনাজপুর কোতয়ালী থানায় একটি এজাহার দায়ের করেন। বর্তমানে উক্ত জমি নিয়ে উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুর কোতয়লী থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর ঘটনার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন এজাহার পেয়েছি ব্যবস্থা নেয়া হচ্ছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।