প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ৯:০২:৩৬ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম,হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) বাংলাদেশ জাতীয়বাদী দল বিরল উপজেলা শাখায় সম্মানিত নির্বাহী সদস্য করায় অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, রাজশাহী বিভাগীয় ও প্রয়াত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুকুর চৌধুরী এর সহ-ধর্মীনী হাসনা হেনা চৌধুরী হিরা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিরল উপজেলা শাখার সভাপতি মোঃ বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ সহ দলের অন্যান্য সদস্যদের প্রতি তিনি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিএনপির মহিলা নেত্রী হাসনা হেনা চৌধুরী হিরা বলেন, আমার প্রয়াত স্বামী মুকুর চৌধুরী তিনি বিএনপি দলের জন্য আর্শিবাদ স্বরূপ। তিনি দলের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমিও দ্বিগুণ উৎসাহ নিয়ে বিএনপি দলকে এগিয়ে নিতে চাই। রাজপথে থেকে আমাদের অধিকার আদায় সহ বিএনপি তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত করতে চাই। তিনি আরো বলেন, এখনো রাজপথ ছাড়েনি। দলের যে কোন সমস্যায় আমি বিএনপির পাশে থাকবো এবং আমি নিজের জীবন দিতেও প্রস্তুত রয়েছি। তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন।