প্রতিনিধি ১৯ এপ্রিল ২০২২ , ৯:০৯:৪৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে আবাসিক হল আজ মঙ্গলবার বিকেলে মধ্যে খালি করার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেন। তবে আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা অধ্যক্ষকে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
রাজধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে আগামী ৫ মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ দুপুরে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
তবে শিক্ষার্থীরা এই ঘোষণার পরও বিক্ষোভ চালিয়ে যান। তারা অধ্যক্ষের কক্ষের সামনের নেমপ্লেট ভাঙচুর করেন।
অধ্যক্ষ এ টি এম মইনুল হোসেনের সঙ্গে অবরুদ্ধ ঢাকা কলেজের একজন শিক্ষক বলেন, বিকেল ৪টা থেকে এক ঘণ্টার বেশি সময় শিক্ষার্থীরা তাদের অবরুদ্ধ করে রাখেন। পরে সাংবাদিকরা অধ্যক্ষের সাক্ষাৎকার নিতে গেলে অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্তি পান। -অনলাইন ডেস্ক