প্রতিনিধি ২১ এপ্রিল ২০২২ , ১১:০৭:৩৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কমরাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনায় মো. মুরসালিন (২৪) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিউমার্কেটের সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেলের আইসিইউতে মুরসালিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন মো. ইয়াসিন (১৮) ও মো. কানন চৌধুরী (২০)।
এর আগে ঘটনার দিন রাতেই মারা যায় নাহিদ (১৭) নামে এক কিশোর। সে এলিফ্যান্ট রোডে একটি প্রতিষ্ঠানে চাকরি করতো। -অনলাইন ডেস্ক