• Top News

    নিউমার্কেটে সংঘর্ষ: তিন মামলা তদন্তে ৭ জুন পর্যন্ত সময়

      প্রতিনিধি ২১ এপ্রিল ২০২২ , ৮:০২:২৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রাজাধানীর নিউমার্কেট এলাকায় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের ছাত্রদের সংঘর্ষের তিন মামলা তদন্তে পুলিশকে ৭ জুন পর্যন্ত সময় দিয়েছে আদালত।

    বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম শুভ্রা চক্রবর্তী এ তিন মামলায় প্রতিবেদন দাখিল করতে আগামী ৭ জুন দিন রাখেন।

    সংঘর্ষের মধ্যে পড়ে নিহত ডেলিভারিম্যান নাহিদ মিয়ার চাচা মো. সাঈদ হত্যা মামলা দায়ের করেন। বিস্ফোরক আইনে মামলা করেন নিউমার্কেট থানার এসআই মেহেদী হাসান। একই থানার পরিদর্শক (তদন্ত) ইয়ামিন কবির পুলিশের কাজের বাধা দেওয়ার অভিযোগে আরেকটি মামলা করেছেন। তিন মামলায় শিক্ষার্থী, ব্যবসায়ীসহ প্রায় ১৪ শ জনকে আসামি করা হয়।

    সোমবার রাত থেকে শুরু হওয়া সংঘর্ষে মঙ্গলবার নিহত হন নাহিদ নামে এক ডেলিভারি ম্যান। এদিন সংঘর্ষে গুরুতর আহত হন মো. মোরসালিন (২৪)। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। বৃহস্পতিবার তিনি মারা যান।  নিউমার্কেটের একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন মোরসালিন। দুপক্ষের সমঝোতার পর দুদিন বাদে বৃহস্পতিবার নিউ মার্কেটসহ ওই এলাকার বিপণি বিতানগুলো খুলেছে। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content