• খেলাধুলা

    ম্যানইউ অধিনায়কের বাড়িতে বোমা হামলার হুমকি

      প্রতিনিধি ২২ এপ্রিল ২০২২ , ১২:৪০:৪০ প্রিন্ট সংস্করণ

    ম্যাগুয়েরের পক্ষে এক মুখপাত্র গণমাধ্যমকে বলেছেন, ‘গত ২৪ ঘণ্টায় নিজের বাড়িতে একটি হুমকি পেয়েছেন ম্যাগুয়ের। তার পরিবার ও আশপাশের সবার নিরাপত্তা এখন গুরুত্বপূর্ণ।
    তিনি পুলিশকে বিষয়টি জানিয়েছেন, তারা এখন বিষয়টি খতিয়ে দেখছেন।’

    অভিযোগ পেয়ে ইতোমধ্যেই তদন্তে নেমেছে চেশায়ার পুলিশ। বাগদত্তা ও দুই সন্তান নিযে যে বাড়িতে থাকেন ম্যাগুয়ের, সেখানে বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষিত কুকুর দিয়ে অভিযান চালিয়েছে পুলিশ। ম্যাগুয়েরকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেয়ার প্রমাণও পেয়েছে তারা।

    চেশায়ার পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘২০শে এপ্রিল (বুধবার), উইল্মস্লো এলাকাটির একটি বাড়িতে বোমা হামলার হুমকির অভিযোগ পাই আমরা। কোনো দুর্ঘটনা ঘটেনি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুলিশ প্রশিক্ষিত কুকুর দ্বারা আজ বিকালে (২১শে এপ্রিল) সে বাড়ির বাগান ও আশেপাশের এলাকায় অনুসন্ধান চালিয়েছে।’
    একটি সূত্র ইংলিশ দৈনিক দ্য সানকে জানিয়েছে, হ্যারি ম্যাগুয়ের বিশ্বাস করেন যে, বোমা হামলার হুমকি কোনো ম্যানইউ ভক্তের পক্ষ থেকেই এসেছে। সূত্রটি দ্য সানকে বলেছে, ‘এই ধরনের হুমকি দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে হ্যারি ম্যাগুয়েরকে বের করা যাবে না। মনে হচ্ছে এটি কিছু কাপুরুষ ভক্তের কাজ। যদি তা প্রমাণিত হয়, তাহলে ম্যানইউর সমর্থক হিসেবে চরম কলঙ্ক তারা।’ -অনলাইন ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content