প্রতিনিধি ২৩ এপ্রিল ২০২২ , ৩:৪৯:৪৬ প্রিন্ট সংস্করণ
আব্দুস সালাম, হেড অব নিউজ (দিনাজপুর২৪.কম) বাংলাদেশ রেলওয়ে দিনজপুর কাউগাঁ এলাকা থেকে ৯০ পিচ টু.আর.সি রেলের সংযোগ ক্লিপ সহ একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, কাউগাঁ এলাকার মোবারক হোসেনের পুত্র মোঃ ইসমাইল মুদির দোকানদারির পাশাপাশি রেলওয়ের চোরাইকৃত মালামাল ক্রয় এবং বিক্রয় করে আসছিল। দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় গিয়ে রেলের মালামাল উদ্ধার ও একজন করে থানায় নিয়ে আসে। দিনাজপুর রেলওয়ে থানা জি.আর.পি ওসি অফিসার ইনচার্জ মোঃ এরশাদুল হক ভূইয়া জানান, মোঃ ইসমাইল সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং- ০৩- তাং-২৩/০৪/২০২২।