• Top News

    অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইরানি জেনারেল, দেহরক্ষী নিহত

      প্রতিনিধি ২৪ এপ্রিল ২০২২ , ১:৩০:৩২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেল হামলা থেকে প্রাণে বেঁচে গেছেন। তবে তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।

    কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে ইরানের নিরাপত্তা বাহিনী।

    হামলায় আইআরজিসির ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আলমাসির এক দেহরক্ষী নিহত হয়েছেন। হোসেইন আলমাসি পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী সিস্তান-বেলুচিস্তান প্রদেশে আইআরজিসির কমান্ডার।

    প্রতিবেদনে বলা হয়, হোসেইন আলমাসিকে বহরকারী গাড়ি লক্ষ্য করে বন্দুকধারীরা গুলি করে। এতে তিনি অক্ষত থাকলেও তার দেহরক্ষী নিহত হন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

    নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান। তার বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনি অঞ্চলটিতে আইআরজিসির একজন কমান্ডার।

    আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি তল্লাশিচৌকিতে সন্ত্রাসীরা হোসেইন আলমাসির গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়।-নিউজ ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content