• Top News

    সীমান্ত থেকে সাড়ে ৬ লাখ ইয়াবাসহ আটক ৫

      প্রতিনিধি ২৫ এপ্রিল ২০২২ , ৫:৪১:২৪ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের করইবুনিয়া সীমান্ত থেকে ৬ লাখ ৯০ হাজার ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে বিজিবি। আজ শনিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মেহেদী হোসেন কবির এ তথ্য জানান।

    তিনি জানান, গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করইবুনিয়া এলাকার শীর্ষ মাদককারবারি ইকবাল হোসেনের বাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।

    এ ছাড়া তারই সিন্ডিকেটের অপর সদস্য রফিকুল ইসলামকে গর্জনবুনিয়া সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবাসহ আটক করা হয় বলে জানান বিজিবির এই কর্মকর্তা। তিনি আরও জানান, ঈদকে টার্গেট করে এ চালানটি আসছিল। এটি কয়েক হাত ঘুরেই রাজধানী ঢাকায় পৌঁছানো হতো। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content