প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:৪০:১৩ প্রিন্ট সংস্করণ
মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম) বিরামপুর অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের এনডিডি প্রতিবন্ধী ২২০ জন শিক্ষার্থীর মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
মোহাম্মদপুরস্থ বিদ্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে আর্থিক অনুদান প্রদান করেন, উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়ের সভাপতি পরিমল কুমার সরকার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম এবং বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা গোলাম মোস্তফা। এতে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও বিদ্যালয় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।