• রংপুর বিভাগ

    ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার জমিসহ ঘর বিতরণ

      প্রতিনিধি ২৬ এপ্রিল ২০২২ , ৫:৪৩:২২ প্রিন্ট সংস্করণ

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম)  ঈদ উল ফিতর উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে জমিসহ ঘর পেলেন ২০০ টি গৃহ ও ভূমিহীন পরিবার। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ঘোড়াঘাট উপজেলা অডিটরিয়ামে ২০০ টি পরিবারের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর করেন প্রধান অতিথি ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আব্দুর রাফে খন্দকার শাহানসা।
    এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে সারাদেশে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমির দলিলসহ ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠান উপভোগ করেন ্অতিথি নেতৃবৃন্দ।
    এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মোঃ মাহমুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোঃ আজিজার রহমান ঘোড়াঘাট সরকারি কলেজের ্অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম আকাশ,উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীবৃন্দ ও প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
    মুজিববর্ষ উপলক্ষে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে সোনারগাঁয়ে ভূমিহীন-গৃহহীনের জন্য জমির মালিকানাসহ এ ২০০টি ঘর নির্মাণ করা হয়েছে। এর আগে দু’ধাপে সোনারগাঁয়ে ৩ শতাধিক পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয়।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content