প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২২ , ১:৪০:৩৫ প্রিন্ট সংস্করণ
মোস্তাফিজার রহমান (দিনাজপুর২৪.কম) নেশা খাওয়াকে কেন্দ্র করে রনির আত্মহত্যা নেশাগ্রস্ত সন্তান বাবার শাসন কে ভয় করে এই ভয়ে নিজেই গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে দিনাজপুর সদর উপজেলার ৭ নং উথরাইল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বিশ্বম্ভরপুর পাতোল জঙ্গল গ্রামের মোঃ অফির ছেলে রনি (১৮) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় সূত্রে জানা যায় তারা কয়েকজন মিলে এক ঘরে বসে নেশা করতো তার মা দেখতে পেয়ে তার বাবাকে বলতে যায় তার মা। কিন্তু রনি তার বাবার শাসন কে ভয় পায়, এই ভয়ে রনি তাদের বাড়ির পাশের এক বৈইরের গাছে গলায় ফাঁস দেয়। তার বাবা-মা খোঁজাখুঁজি করলে জানলা দিয়ে দেখতে পায় রনি কে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় গাছে তাৎক্ষণিক তারা রশি কেটে তার মরদেহ নামায় দেখে রনি আর বেঁচে নেই। স্থানীয়রা বলে বাবার শাসন কে রনি ভয় পেতো তাই মারধর করবে এই ভয়ে রনি নিজেই গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা আরও বলেন এখানকার যুব সমাজের ছেলেগুলো বেপরোয়া হয়ে গেছে তারা সব সময় নেশা করে শুনা জেতো,এখন তো তাই মনে হয় বতর্মানে তারা নিশায় আসক্ত হয়ে গেছে আজ এই নিশার কারণে রনির জীবন গেলো বর্তমানে পাতোল জঙ্গলে এখন নেশায় চলেমান বেপরোয়া হয়ে চলতেছে।