• খেলাধুলা

    লিস্ট ‘এ’ ক্রিকেটে বিশ্ব সেরা বিজয়

      প্রতিনিধি ২৮ এপ্রিল ২০২২ , ১২:০৩:৫২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) এনামুল হক বিজয়! হারাতে হারাতে সদস্য সমাপ্ত ডিপিএল দিয়ে আবারও জানিয়ে দিলেন তিনি হারিয়ে যাননি। দেখিয়েছেন ফুরিয়ে যাননি তিনি। রেকর্ডের পর রেকর্ড গড়ে জোরদার করেছেন দলে ফেরানোর দাবি। এমন অতিমানবীয় পারফরম্যান্সের পরও বিজয় সুযোগ পাবেন কি? উত্তরটা দিতে পারবেন নির্বাচকরাই।

    দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ঢাকা প্রিমিয়ার লিগের এক মৌসুমে করেছেন হাজার রান। তবে বিজয়ের রেকর্ডের ব্যপ্তি ছাড়িয়ে গেছে দেশের সীমা। শুধু বাংলাদেশেই নয়, লিস্ট ‘এ’ ক্রিকেটের কোনো টুর্নামেন্টে এক আসরে হাজার রানের কীর্তি গড়া বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার এখন বিজয়।

    এতদিন লিস্ট এ ক্রিকেটে এক টুর্নামেন্টে সর্বোচ্চ রানের মালিক ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান টম মুডি। ১৯৯১ সালে ওয়ারউইকশায়ারের হয়ে সানডে লিগে তিনি করেছিলেন ৯১৭ রান। একই টুর্নামেন্টে ১৯৯০ সালে সমারসেটের হয়ে জিমি কুক করেছিলেন ৯০২ রান। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।