প্রতিনিধি ১ মে ২০২২ , ১২:৩৯:২৯ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের ধীরগতি সৃষ্টি হয়েছে। রবিবার (১ মে) বেলা পৌনে ১১টার দিকে মহাসড়কের হাতিয়া থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাশ পর্যন্ত এলাকায় এমন চিত্র লক্ষ করা গেছে।
জানা যায়, ঈদযাত্রায় এখন পর্যন্ত এ সড়কে বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি। তবে সেতুর পূর্বপাশে গাড়ির ধীরগতি রয়েছে। আবার মাঝে মধ্যে গাড়ি থেমে যাচ্ছে। ফলে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ঘরমুখো মানুষের।
এদিকে, ভোর ৩টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত প্রায় সাত কিলোমিটার সড়কে তীব্র জটের সৃষ্টি হয়। পরে সকাল ৬টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান বলেন, ‘ঈদকে কেন্দ্র করে গার্মেন্টস ছুটি হওয়ায় মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ আরও বেড়ে গেছে। তবে কোথাও জট নেই। অনলাইন ডেস্ক