প্রতিনিধি ১ মে ২০২২ , ১২:৫২:২১ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আফগানিস্থান, নাইজেরিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে সঙ্গতি রেখে পটুয়াখালীর বদরপুর গ্রামে পবিত্র ঈদ-উল-ফিতর পালিত হয়েছে আজ। রোববার (১ মে) সকাল ১০টায় বদরপুর দরবার শরীফে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রায় দুই শতাধিক মুসুল্লি সেখানে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ ও জাতির উদ্দেশ্যে দোয়া মোনাজাত করা হয়।
দরবার শরীফের খাদেম আলহাজ্জ মাওলানা শফিকুল ইসলাম গনি জানান, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে আমরা তার সাথে সঙ্গতি রেখে রোজা রাখি এবং ঈদ পালন করে থাকি। আফগানিস্থান নাইজেরিয়াসহ বিশ্বে বিভিন্ন দেশে চাঁদ দেখা গেছে, তাই আমরা ঈদ পালন করছি। প্রায় ৮২ বছর ধরে এটি চলে আসছে।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকোলি করেন। আগাম ঈদ পালনকারী সকলেই বদরপুর দরবার শরীফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী। অনলাইন ডেস্ক