• সারাদেশ

    ঈদের ছুটিতে বাড়ি ফেরা হলো না সেনা সদস্যের, সড়কেই ঝরল প্রাণ

      প্রতিনিধি ১ মে ২০২২ , ৩:১৬:৩৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন (২০) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মাজড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন তিনি। নিহত ইমরান হোসেনের বাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামে। তার পিতার নাম মানিক মোল্লা। নিহত ওই সেনা সদস্য ১০ পদাতিক ডিভিশনের ৪ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন হতে ৫ আরই

    ব্যাটালিয়ন পোস্তগোলায় কর্মরত ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, ইমরান হোসেন মোটরসাইকেলে করে ঢাকা থেকে যশোরে বাঘারপাড়া উপজেলার দারাজহাট গ্রামের নিজ

    বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাজড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সেনা সদস্য গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই সেনা সদস্যকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট

    হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
    দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক প্রাইভেটকারটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। তবে প্রাইভেটকারের চালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content