• এক্সকুলুসিভ

    প্রেমিকার ফিরিয়ে দেয়া শাড়ি জ্বালিয়ে সিগারেট ধরালেন তরুণ, ভিডিও ভাইরাল

      প্রতিনিধি ১ মে ২০২২ , ৩:১৮:২২ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) যে আঁচল দিয়ে একদিন খাবার খাই’য়ে মুখ মুছে দিয়েছিল, সেই আঁ’চলে আজ নিজ হাতে আ’গুন লাগি’য়েছি। ফেসবু’ক স্ট্যাটোসে এমনই আবেগমিশ্রিত এক’টি স্ট্যাটা’স দিয়ে প্রেমিকার ফিরিয়ে দেয়া

    শা’ড়িতে আগুন জ্বালি’য়ে দিয়েছেন এক তরুণ।
    তিনি লেখেন, বেকা’রত্বের কাছে হেরে গেল বহু বছ’রের ভালো’বাসা। মো. শাহিন না’মে ওই তরুণ সাবেক প্রেমি’কার ফিরিয়ে দেয়া শাড়ি, চিঠি, চুড়ি ই’ত্যাদি পুড়িয়ে দেয়ার ওই

    ঘ’টনা ভিডিও করে ফে’সবুকে আপলো’ড ক’রেন। ভিডিওটি আপ’লোড করার পরপ’রই ভাইরাল হ’য়ে যায়। ভিডিওতে দেখা যায়, ত’রুণ শাড়ির আ’গুন থেকে সিগারেট জ্বালিয়ে ধূম’পান করছেন। স্ট্যাটাসে শা’হিন লেখেন, জলন্ত আঁচ’লের

    আগুন দিয়ে সিগারেট ধরানো’র যন্ত্রণাটা তুমি বুঝ’বেনা, প্রিয়’তমা। জীবনের প্রথম যতটুকু আবেগ দিয়া চি’ঠিটা লিখেছিলাম, কুরি’য়ারের মাধ্য’মে সেই চিঠি, শা’ড়ি, চুড়ি, মালা, হৃদ’য়ের আঁচড় দিয়ে’ আকাঁ ছবি’গুলো

    ফে’রত দেওয়া ছিল ততটাই ঘৃণামি’শ্রিত তোমার। আবেগ আপ্লু’ত হ’য়ে তিনি লেখেন, আর পিছু ডাকবো না তোমা’য়, বলবো না আর কে’মন আছো,

    চা’ইবো শুধু সুখেই থাকো। শেষ দেখাটাও দিলে না। অথচ এই মহসি’ন হলের মা’ঠের প্রত্যে’কটা দুর্বাও আমা’দের দুজন’কে চেনে। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content