• বিনোদন

    হিরো আলমের ‘পুষ্পা’ গানে নেচে ভাইরাল সেফুদা (ভিডিও)

      প্রতিনিধি ১ মে ২০২২ , ৩:৩৮:১৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বগুড়ার ডিস লাইনের (ক্যাবল অপারেটর) ব্যবসায়ী থেকে এখন পুরো দেশের মানুষের কাছে পরিচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। অভিনয়, প্রযোজনা

    ও গান নিয়ে নিয়মিত ভক্তদের সামনে উপস্থিত হন তিনি। প্রায়ই নতুন গান নিয়ে ভক্তদের সামনে হাজির হন হিরো আলম। তবে এসব কারণে সমালোচনার মুখে পড়তে হয় হিরো আলম।

    এসব সমালোচনাকে তোয়াক্কা না করে এগিয়ে যাচ্ছেন তিনি। সামাজিক মাধ্যমে আরেক ভাইরাল মুখ শেফায়েতউল্লাহ ওরফে সেফুদা। এবার হিরো আলমের পুষ্পা গানে নেচে নেটদুনিয়ায়

    ঝড় তুলেছেন সেফুদা। ভিডিওর ক্যাপশনে লেখা, আমার ছেলে হিরো আলমের পুষ্পা গানে সেফুদার নাচ ভাইরাল। হিরো আলম পুষ্পা গানটি আরও দুয়েক মাস আগে গেয়েছিলেন।

    সম্প্রতি কলকাতায় গিয়ে আরও দুই ভাইরাল মুখ ‘বাদামকাকু’ খ্যাত ভুবন বাদ্যকর এবং রানু মণ্ডলের সঙ্গে গান গেয়েছেন হিরো আলম। অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content