• Top News

    শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিলো বাংলাদেশ

      প্রতিনিধি ৫ মে ২০২২ , ৮:২৭:৪৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) শ্রীলঙ্কাকে ২০ কোটি টাকার ওষুধ উপহার দিয়েছে বাংলাদেশ সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় শ্রীলঙ্কার কাছে ওষুধ হস্তান্তর করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনার প্রফেসর সুদর্শন সেনেভিরাত্নে ওষুষধ বুঝে নেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

    স্বাস্থ্যমন্ত্রী শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ দেওয়ার ইচ্ছা করলে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশীদ আলম দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। তিনি ওষুধ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান ইডিসিএল ও বিভিন্ন বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ২০ কোটি টাকার জীবন রক্ষাকারী ওষুধের ব্যবস্থা করেন।

    ওষুধ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান ইডিসিএলের পক্ষ থেকে দেওয়া হয়েছে ১০ কোটি টাকার ঔষুধ। আর বাকি ১০ কোটি টাকার ওষুধ বেসরকারি ওষুধ কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে। -ডেস্ক রিপোট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content