• Top News

    চলতি মাসেই ঢাকা-দিল্লি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক

      প্রতিনিধি ৬ মে ২০২২ , ১২:০৮:৩৬ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বাংলাদেশ ও ভারতের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক আসামে চলতি মাসেই অনুষ্ঠিত হবে। বৈঠকে আঞ্চলিক কানেকটিভিটি ও শক্তি বাড়ানোর বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ।

    বৃহস্পতিবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ হতে শ্রীলঙ্কাকে জরুরি ওষুধ উপহার হস্তান্তর অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

    ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে এ মাসে আসামে জয়েন্ট কনসালটেটিভ কমিশনের বৈঠক হচ্ছে নাকি শুধু দ্বিপক্ষীয় বৈঠক হচ্ছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হবে।’

    তিনি বলেন, পৃথিবীতে বিভিন্ন জায়গায় সংঘাত, যুদ্ধ-বিগ্রহ চলছে। এই পরিপ্রেক্ষিতে আমরা আঞ্চলিক কানেকটিভিটি ও শক্তি কীভাবে বাড়াতে পারি, সেটি নিয়ে আমরা আলোচনা করছি এবং ভবিষ্যতে আরও করব।’

    ড. মোমেন বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে এ নিয়ে আলোচনাও হয়েছে ।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেন ইস্যুসহ যুদ্ধ বিগ্রহ পরিস্থিতিতে সবাই ঝামেলায় পড়ে গেছে। সে জন্য আমাদের দিকে তাকাচ্ছে বেশি করে। আমরা আরও আঞ্চলিক বৈঠক করব। প্রথমে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দ্বিপক্ষীয়ভাবে আলোচনা করব এবং পরে আমরা অন্যদের সঙ্গে কথা বলব।’

    পুরো অঞ্চলের উন্নতি হলে উন্নয়ন টেকসই হবে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, ‘কোভিড সময়ে আমরা একটি বার্তা সবাইকে দিয়েছি যে, আমরা এই পুরো অঞ্চলের উন্নতি চাই।’

    ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র থেকে প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক চলতি মাসে আসামের রাজধানী গৌহাটিতে হতে পারে। সেখানে বৈঠকটি করতে ভারতের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠক চলতি মে মাসে ২৭-২৯ তারিখের মধ্যে গৌহাটিতে হতে পারে।

    উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ড. এস জয়শঙ্কর। সে সময় জয়শঙ্কর মোমেনকে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দিতে ভারত সফরের আমন্ত্রণ জানান। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content