• বিনোদন

    আসিফ-মিমির ‌‘মিথ্যা বলতে পারি না’

      প্রতিনিধি ৭ মে ২০২২ , ৫:১০:২৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) প্রেমে পড়লে প্রেমিক-প্রেমিকা নানা উপমায় প্রিয়জনকে বর্ণনা করে। বাস্তব আর কল্পনার মিশেলে তৈরি হয় নানান উপমা। যা অবাস্তব আর অবিশ্বাস্য মনে হলেও প্রেমিক-প্রেমিকারা কিন্তু মিথ্যা বলে না।

    প্রেমিক-প্রেমিকার এই অনুভুতি নিয়ে এবারে ঈদে দ্বৈত প্রকাশ করলেন বাংলা গানের যুবরাজ’খ্যাত আসিফ আকবর ও মিমি । গানের শিরোনাম ‌‘মিথ্যা বলতে পারি না’।

    জনপ্রিয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) তাদের ঈদ আয়োজনের অংশ হিসেবে প্রকাশ করেছে এই গানটি। এর কথামালা সাজিয়েছেন স্নেহাশীষ ঘোষ, সুর করেছেন নাজির মাহমুদ আর সংগীতে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলান বানিয়েছেন এর ভিডিও।

    আসিফ আকবর বলেন, ‘এটি একটি রোমান্টিক ঘরনার গান। মিমির গায়কি আমাকে মুগ্ধ করেছে । আশা করছি শ্রোতাদেরও মুগ্ধ করবে।’

    মিমির ভাষ্য, আসিফ ভাইয়ের সঙ্গে গান গাওয়ার অভিজ্ঞতা দারুন। আমার বিশ্বাস আসিফ ভক্তরা ভিন্ন ধারার একটি গান পেলেন। গানটি প্রকাশের পর সবাই এর সাধুবাদ জানাচ্ছে।’

    ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) পক্ষ থেকে জানানো হয়েছে, ‘মিথ্যা বলতে পারি না’ গানটির ভিডিও তাদের ইউটিউব চ্যানেলে দেখতে পাচ্ছে দর্শক-শ্রোতারা। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাচ্ছে দেশ-বিদেশের একাধিক অ্যাপ-এও। -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content