• Top News

    কুমিল্লায় লাইনচ্যুত ট্রেন, চট্টগ্রাম থেকে ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ

      প্রতিনিধি ৯ মে ২০২২ , ১২:৫৮:৫৩ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) কুমিল্লার বুড়িচং উপজেলা একটি মালবাহী কনটেইনার ট্রেন লাইনচ্যুত হওয়ায় চট্টগ্রাম থেকে ঢাকা ও সিলেট রুটে রেল চলাচল বন্ধ আছে।

    সোমবার ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলওয়ে ষ্টেশন এলাকায় মালবাহী কনটেইনার ট্রেনটি লাইনচ্যুত হয়।

    লাকসাম রেলওয়ে জংশনের সহকারী প্রকৌশলী মো. লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

    সকাল সাড়ে ১১টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেল যোগাযোগ স্বাভাবিক হয়নি।

    লিয়াকত জানান, খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে একাধিক উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধারকাজ শুরু করেছে।

    লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার। তিনি বলেন, চট্টগ্রাম থেকে ঢাকামুখী মালবাহী ট্রেন রাজাপুর স্টেশন এলাকায় পৌঁছালে তিনটি বগি লাইনচ্যুত হয়। যার ফলে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

    তিনি আরও বলেন, রেলওয়ের একাধিক টিম লাইন মেরামতের কাজ করছে। যেহেতু লাইন বাঁকা হয়ে গেছে, স্বাভাবিক হতে কতক্ষণ লাগবে তা বলা যাচ্ছে না।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।