প্রতিনিধি ৯ মে ২০২২ , ১:০৩:১৬ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সিরি’আর চলতি মৌসুমে এসি মিলানের বাকি আছে আর মাত্র দুই ম্যাচ। এই দুই ম্যাচ জিতলেই ১১ বছর পর লিগ শিরোপা জিতবে রোজোনেরিরা।
সেই অভিযানে পিছিয়ে পড়েও দাপুটে জয় পেয়েছে মিলান। হেলাস ভেরোনার বিপক্ষে সান্দ্রো টোনালির জোড়া গোলে ৩-১ ব্যবধানে জিতেছে স্তেফানো পিওলির দল। সঙ্গে পুনরুদ্ধার করেছে শীর্ষস্থানও।
ঘরের মাঠের সমর্থকদের প্রথমার্ধে আনন্দে ভাসিয়েছিলেন ডেভিড ফারাওনি। ৩৮তম মিনিটে ইতালিয়ান ডিফেন্ডারের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। তবে ব্যবধান ধরে রেখে বিরতিতে যেতে পারেনি ভেরোনা।
প্রথমার্ধের অতিরিক্ত তৃতীয় মিনিটে মিলানকে সমতায় ফেরান টোনালি। এরপর দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার। ৮৬তম মিনিটে মিলানের তৃতীয় গোলটি করেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি।
৩৬ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল মিলান। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্টার মিলান। -অনলাইন ডেস্ক