• খেলাধুলা

    ‘লঙ্কা সিরিজে ভালো করবে মুশফিক’

      প্রতিনিধি ১১ মে ২০২২ , ১১:২১:০৮ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক সময়টা মুশফিকের বড্ড ধূসর। পাঁচ টেস্টে ফিফটি সাকুল্যে দুটি। গেল দক্ষিণ আফ্রিকা সিরিজটা গেছে খুব বাজেভাবে। এবার ঘরের মাঠে মুশফিকের চ্যালেঞ্জ। অপেক্ষা করছে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজটা ভালো যাবে মুশফিকুর রহিমের। এমন আশাই ব্যক্ত করেছেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স।

    আর মাত্র ৬৮ রান করলেই বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের মালিক হয়ে যাবেন মুশফিক। সিরিজকে সামনে রেখে বরাবরের মতো মুশফিক চালিয়ে যাচ্ছেন তার নিবিড় অনুশীলন।

    ঢাকা প্রিমিয়ার লিগেও হাসেনি মুশফিকের ব্যাট। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে চার ম্যাচে করেছেন মোটে ৮৭ রান। তাও কি না মাত্র ৫৬ স্ট্রাইক রেটে। এমতাবস্থায় আসন্ন সিরিজে তাকে নিয়ে আশাবাদী হওয়া সহজ নয়।

    তবে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ মোটেও চিন্তিত নন মুশফিকের সাম্প্রতিক ফর্ম নিয়ে। তার পূর্ণ বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটি সিরিজ কাঠাবেন মুশফিক।

    মঙ্গলবার (১০ মে) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিনি বলেন, ‘সব ব্যাটার এই ধাপটা পার করে, যেখানে রান পায় না। তবে সে গত দুই দিনে যেভাবে ব্যাটিং করছে, আমি নিশ্চিত এই সিরিজে রান করবে। ওর ব্যাটিং দেখতে মুখিয়ে রয়েছি। বেশ কিছু বিষয় নিয়ে কাজ করেছি। সে ভালো একটি সিরিজ কাটাতে চলেছে।’

    ক্রিকেটারদের নেতিবাচক কথার বিষয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, অবশ্যই! সবার উচিত নেতিবাচক কথা বলা বন্ধ করা। তাদের ওপর চাপ দিও না। তারা এক সিরিজে হতাশ করেছে দেখে চাপ সৃষ্টি করো না, সবসময় তাদের পাশে থাকো যেনো তারা চাপ অনুভব না করে।’

    সিডন্স বলেন, ‘আমি মনে করি, মুশফিক সবসময় সামনের বিষয় নিয়ে ভাবে। এখন যেমন দুই টেস্ট ম্যাচ। আমার মনে হয় না সে নিজের কোনো ফরম্যাটের ক্যারিয়ার নিয়ে চিন্তিত। সে এখন এ দুই ম্যাচে আমাদের হয়ে রান করা নিয়ে চিন্তা করছে।’ -অনলাইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।