• Top News

    রংপুরে ইভ্যালির বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা

      প্রতিনিধি ১২ মে ২০২২ , ৮:২৭:১৫ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) রংপুর আদালতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই মামলায় আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

    বৃহস্পতিবার নগরের কোতোয়ালি আমলি আদালতে সেনপাড়া এলাকার অমিত বনিক নামে একজন এই মামলা করেন।

    অভিযোগ সূত্রে জানা যায়, ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ক্যামেরা, ওয়াশিং মেশিন, কম্পিউটার মনিটর, গ্যাসের চুলাসহ নানা রকম পণ্য সরবরাহের কথা বলে ২০২০ সালের ৫ ডিসেম্বর হতে পরবর্তী সময়ে বাদীর কাছ থেকে প্রতিষ্ঠানটি তিন‌ দফায় ২০ লাখ ‌‌‌‌৪৬ হাজার ৯৮৫ টাকা আত্মসাৎ করেছে।

    মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সিপন সাহা।

    তিনি জানান, ৪৫ দিনের মধ্যে পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা করেনি অভিযুক্তরা। এ ঘটনায় টাকা লেনদেনের উপযুক্ত প্রমাণাদিসহ আদালতে মামলা করা হয়েছে। আদালতের দায়িত্বপ্রাপ্ত বিচারক চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এফ.এম আহসানুল হক শুনানি শেষে ইভ্যালির সিইও রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

    মামলার বাদী ব্যবসায়ী অমিত বণিক বলেন, ইভ্যালির চমকপ্রদ বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে তিনি ২০ লাখ টাকা ইভ্যালিকে দেন। পরে তিনি প্রতারণার শিকার হয়েছেন। -ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content