প্রতিনিধি ১২ মে ২০২২ , ৮:৩২:৪৩ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নতুন ভবনের নীচতলায় আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল এর সদস্য নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ বার কাউন্সিলের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত প্রার্থীদের পরিচিতি সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট একরামুল আমিনের সভাপতিত্বে সাধারণ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী ৮জন প্রার্থীর পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান এর কন্যা, এ্যাডভোকেট মোহাম্মদ মোখলেসুর রহমান বাদল, এ্যাডভোকেট মোঃ রবিউল আলম (বুদু), এ্যাডভোকেট মোহাম্মদ সাঈদ আহমেদ (রাজা) এবং গ্রুপ আসনে নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোঃ আব্দুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তহিদুল হক সরকার।
এসময় উক্ত পরিচিতি সভায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ সহ সকল আইনজীবী উপস্থিত ছিলেন।