• রংপুর বিভাগ

    ঘোড়াঘাটে নানার বাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

      প্রতিনিধি ১২ মে ২০২২ , ৮:৩৮:৪৩ প্রিন্ট সংস্করণ

    -ফাইল ছবি

    মাহতাব উদ্দিন আল মাহমুদ (দিনাজপুর২৪.কম) দিনাজপুরের ঘোড়াঘাটে নানা বাড়িতে বেড়াতে এসে করতোয়া নদীতে গোসল করতে নেমে সুরমা আক্তার (৪) নামে এক শিশু নিহত হয়েছে।
    ১২ মে বৃহস্পতিবার দুপুরে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে নেমে শিশুটি ডুবে যায়। পরে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস এবং স্থানীয়দের দীর্ঘ সময় চেষ্টার পর শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার।
    নিহত শিশু সুরমা (৪) ঘোড়াঘাট পৌর এলাকার পূর্বপাড়া গ্রামের আরিফুল ইসলামের কন্যা। হাজিরঘাটে শিশু সুরমা নানীর বাড়িতে বেড়াতে এসে করতোয়া নদীর হাজিরঘাটে গোসল করতে নেমে সে ডুবে যায় ।
    ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জানান, শিশুটি বৃহস্পতিবার সকালে হাজিঘাট এলাকায় অবস্থিত তার নানীর বাড়িতে বেড়াতে যায়। দুপুরে সে স্থানীয় আরো কিছু শিশুর সাথে নদীতে গোসল করতে নেমে ডুবে যায়।
    পরে তার সাথে গোসল করতে আসা অন্য শিশুরা সুরমার বাড়িতে গিয়ে শিশু সুরমার ডুবে যাওয়ার কথা জানায়। নদীতে এলাকার লোকজন অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস এবং স্থানীয় লোকজন সমন্বয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content