প্রতিনিধি ১৪ মে ২০২২ , ৯:৪৮:২১ প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের অর্থায়নে দিনাজপুর পাহাড়পুরস্থ অরবিন্দু শিশু হাসপাতালে বিকেল ৩টায় সদ্য চালু হওয়া প্রসুতি ও গাইনী ওয়ার্ডের রোগীদের মাঝে রকমারি ফলমুল খাদ্য বিতরণ করেন রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের মহারাজ স্বামী সমানন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের দিনাজপুর জেলা শাখার সভাপতি মানবতার ফেরিওয়ালা যুবকদের আইডল আলহাজ্ব মোঃ রাশেদ পারভেজ, অরবিন্দু হাসপাতালের কোষাধ্যক্ষ এবং দিনাজপুর জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক জহির শাহ, ইউনিভার্সাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শাহ্ আলম নূর, বিশিষ্ট ব্যবসায়ী প্রশনজিৎ, ছাত্র পার্থ প্রতীম, যুবলীগ নেতা শিমুল দত্ত, গোলাম রব্বানী রকি, পলাশ সরকার প্রমুখ।
রামকৃষ্ণ আশ্রম দিনাজপুরের মহারাজ স্বামী সমানন্দ বলেন, অনেক গরীব অসহায় প্রসূতি মা রোগী বিভিন্ন হাসপাতাল কিংবা ক্লিনিক ভর্তি হয় কিন্তু তাদের পুষ্টি চাহিদা তেমন পূরণ হয় না। তাই আমরা ৫০টি প্রসূতি মায়েদের মাঝে ফলমুল উপহার দিয়েছি। বৃত্তবানরা আর্থিকভাবে একটু এগিয়ে আসলে প্রসূতি মায়েদের কিছুটা পুষ্টি ঘাটতি পূরণ হবে। যুবলীগ সভাপতি রাশেদ পারভেজ বলেন, আমরা মানুষের মূল্যায়ন করতে চাই না। যার ফলে সমাজের এই অধপতন। প্রসূতি মায়েরাও মানুষ। তাদেরকে অবহেলা না করে নিজ নিজ সাধ্যমত খাদ্য কিংবা আর্থিকভাবে সহায়তা করলে শিশু মৃত্যুহার অনেকটা কমে যাবে। তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান। অরবিন্দু হাসপাতালের কোষাধ্যক্ষ জহির শাহ বলেন, আমি জন্মলগ্ন থেকে হাসপাতালেই রয়েছি। এ রকম ব্যতিক্রমী আয়োজন আমাদের মুগ্ধ করেছে। আমি ধন্যবাদ জানাই আয়োজকদের।