• Top News

    আসামি ধরতে গিয়ে হাত হারালেন পুলিশ সদস্য

      প্রতিনিধি ১৫ মে ২০২২ , ৫:২৯:১৯ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় আসামি ধরতে গিয়ে দায়ের কোপে পুলিশের এক কনস্টেবলের হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় আরেক কনস্টেবল আহত হয়েছেন।

    আজ রোববার সকাল ১০টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৯ নম্বর লালারখিল এলাকায় আসামি ধরতে গেলে এ ঘটনা ঘটে।

    কবজি বিচ্ছিন্ন হওয়া পুলিশ সদস্যের নাম জনি খান। আহত আরেক পুলিশ সদস্যের নাম মো. শাহাদাত হোসেন। পুলিশ আহত হলেও পালিয়ে গেছেন আসামি কবির আহম্মদ।

    চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. শিবলী নোমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

    পুলিশের এই কর্মকর্তা বলেন, সকাল ১০টার দিকে আসামি ধরতে গেলে পুলিশের ওপর হামলা করেন আসামিপক্ষের লোকজন। এতে পুলিশের দুই কনস্টেবল আহত হন। তাদের মধ্যে জনির এক হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। আর শাহাদাতকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

    অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।-ডেস্ক রিপোর্ট

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content