• Top News

    এক মাস পর করোনায় মৃত্যু, শনাক্ত কমেছে

      প্রতিনিধি ২১ মে ২০২২ , ৬:৫২:০২ প্রিন্ট সংস্করণ

    দেশে টানা এক মাস পর করোনায় একজনের মৃত্যু হয়েছে। - ছবি : সংগ্রহীত

    (দিনাজপুর২৪.কম) দেশে টানা এক মাস পর মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

    এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

    শনিবার (২১ মে) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১৬ জনের শরীরে। এর আগে শুক্রবার করোনা শনাক্ত হয়েছিল ৫০ জনের শরীরে।

    দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৮ জন হলো এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জনে পৌঁছেছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৯২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৪১ শতাংশ।

    এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ১৭২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৭৪৭ জনে।

    দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। -অনলইন ডেস্ক

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।