• বিনোদন

    ইউনিসেফের শুভেচ্ছাদূত হলেন বিদ্যা সিনহা মিম

      প্রতিনিধি ২১ মে ২০২২ , ৬:৫৭:১৭ প্রিন্ট সংস্করণ

    (দিনাজপুর২৪.কম) বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।

    বৃহস্পতিবার (১৯ মে) রাজধানীর এক অনুষ্ঠানে সংস্থাটির সাথে চুক্তি স্বাক্ষর করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই তারকা। এসময় উপস্থিত ছিলেন ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি শেলডন।

    চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিম বলেন, ‌‘ইউনিসেফ সারাদেশের শিশুদের শিক্ষা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। আমি দীর্ঘদিন ধরে শিশুদের জন্য ইউনিসেফের কাজে মুগ্ধ। প্রতিটি শিশুর অধিকার প্রতিষ্ঠায় সেই কাজের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ।’

    বাংলাদেশে ইউনিসেফের জাতীয় শুভেচ্ছা দূত হিসেবে শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবেন বলে জানান মিম।

    তিনি আরো বলেন, ‘শিশু ও নারীদের অধিকারের জন্য সোচ্চার হওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। আমি সেই দায়িত্ব ইউনিসেফের সাথে একত্রে পালন করতে মুখিয়ে আছি।’

    বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি মি. শেলডন ইয়েট বলেন, ‘মিম আমাদের সাথে কাজ করছে এতে আমরা বেশ আনন্দিত। তিনি আমাদের সাথে অবহেলিত শিশু ও নারীদের সুরক্ষিত রাখার দৃঢ় প্রতিশ্রুতি নিয়ে কাজ করবেন।’

    উল্লেখ্য, এর আগে করোনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে ইউনিসেফের সাথে কাজ করেছিলেন মিম। মহামারী থেকে বাঁচতে টিকার গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরতে বৈশ্বিক আহ্বান জানান তিনি।

    সূত্র : ইউএনবি

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।