• সারাদেশ

    বিরামপুর থেকে গরু ব্যবসায়ী নিখোঁজ

      প্রতিনিধি ২৩ মে ২০২২ , ১২:২১:৪৬ প্রিন্ট সংস্করণ

    মোঃ নজরুল ইসলাম (দিনাজপুর২৪.কম)  বিরামপুর শহরের খাদেমুল ইসলাম নামে এক গরু ব্যবসায়ী ৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এঘটনায় তার ছেলে বিরামপুর থানায় সাধারণ ডাইরী করেছেন।
    স্বজনেরা জানান, বিরামপুর শহরের পূর্বপাড়া মহল্লার মৃত: সুজার উদ্দিনের পুত্র খাদেমুল ইসলাম (৭৫) বাড়িতে একাই বসবাস করতেন। গত মঙ্গলবার (১৭ মে) সন্ধায় ঘরে তালা লাগিয়ে বাহিরে যাওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। খাদেমুল ইসলাম পেশায় একজন গরু ব্যবসায়ী। বিভিন্ন হাট-বাজারে গরু বেচা কেনা করে জীবিকা নির্বাহ করতেন। স্বজনেরা কোন সন্ধান না পাওয়ায় খাদেমুলের ছেলে রায়হান কবির বিরামপুর থানায় (২২ মে) সাধারণ ডাইরী করেছেন। খাদেমুলের মুখমন্ডল লম্বাকার, গায়ের রং উজ্জ্বল শ্যাম, উচ্চতা-৫-৪’, পরনে সাদা সার্ট ও লুঙ্গি পরিহিত ছিল। তিনি বিরামপুরের আঞ্চলিক ভাষায় কথা বলেন। কেউ তার সন্ধান জানলে বিরামপুর থানায় সংবাদ দেওয়ার জন্য উদ্বিগ্ন পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।

    আরও খবর

    Sponsered content