• Top News

    দিনাজপুরে ‘ঘুষের’ টাকাসহ কলকারখানা অধিদপ্তরের কর্মকর্তা আটক

      প্রতিনিধি ২৫ মে ২০২২ , ৬:০০:৪১ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টার (দিনাজপুর২৪.কম) দিনাজপুরে ‘ঘুষের’ ৮০ হাজার টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ–মহাপরিদর্শক মোস্তাফিজুর রহমানকে আটক করেছে দুদক। আজ বুধবার দিনাজপুরে নিজ কার্যালয় থেকে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। দুদকের উপ-পরিচালক আহসানুল কবির পলাশের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তাকে আটক করেন।

    দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, লাইসেন্স নবায়ন ও মামলার ভয় দেখিয়ে ঈশান অ্যাগ্রো অ্যান্ড ফুডের কাছ থেকে ৮০ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মো. মোস্তাফিজুর রহমানকে হতে-নাতে আটক করা হয়েছে।

    মতামতের জন্য সম্পাদক দায়ী নয়।