প্রতিনিধি ২৬ মে ২০২২ , ২:১০:৪৭ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিন নিজেদের প্রথম ইনিংসে ফের ব্যাট করছে শ্রীলঙ্কা। যেখানে অ্যাঞ্জেলো ম্যাথিউসের পর দীনেশ চান্দিমালের সেঞ্চুরিতে অসহায় বাংলাদেশের বোলাররা। স্বাগতিকদের বিপক্ষে লিড বাড়াচ্ছে লঙ্কানরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪২১ রান করেছে শ্রীলঙ্কা। ৫৬ রানের লিড নিয়েছে সফরকারীরা। ম্যাথিউস ১০৫ ও চান্দিমাল ১০১ রানে অপরাজিত রয়েছেন। দুজনের জুটিতে ইতোমেধ্যে ১৫৫ রান এসেছে।
এর আগে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে শেষ করে শ্রীলঙ্কা। ম্যাথিউস ৫৮ ও চান্দিমাল ১০ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩৬৫ রান করেছে।-অনলাইন ডেস্ক