(দিনাজপুর২৪.কম) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাস গড়েছিলেন ২৭২ রানের জুটি। এবার দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসানকে নিয়ে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধেছেন লিটন। এই জুটিতেই একশ পেরিয়েছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১২০ রান। ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন আর ২১ রান। সাকিব ৩০ ও লিটন খেলছেন ৩৬ রান নিয়ে। মুশফিক ফিরে গেছেন ২৩ রান করে।
আজ বাংলাদেশের আশার প্রতীক ছিল মুশফিকুর ও লিটনের জুটি। কিন্তু ৩৬ মিনিটের বেশি টেকেনি এ দুজনের প্রতিরোধ। দিনের অষ্টম ওভারে সাজঘরের ফেরেন মুশফিক।
মাত্র ৫৩ রানে ৫ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কা জেঁকে বসেছিল টাইগার শিবিরে। টপঅর্ডারের ধারাবাহিক ব্যর্থতায় চতুর্থ দিন বিকেলে মাত্র ২৩ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ।
মুশফিক ফিরে যাওয়ার পর সাকিব-লিটনের হাতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আশার আলো দেখছে টাইগাররা। -ডেস্ক রিপোর্ট