প্রতিনিধি ২৮ মে ২০২২ , ৭:০৯:১২ প্রিন্ট সংস্করণ
(দিনাজপুর২৪.কম) আর কয়েক ঘণ্টা পরেই মহারণে নামবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ফ্রান্সের স্তাদে দে ফ্রান্সে মুখোমুখি হবে আসরটির ইতিহাসে সেরা দুদল।
এখন পর্যন্ত চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে মর্যাদাকর দল স্পেনের রিয়াল মাদ্রিদ। গ্যালাকটিকোরা সর্বমোট রেকর্ড ১৩টি শিরোপা জিতেছে। যেখানে ৭টি জয় হয়েছে চ্যাম্পিয়নস লিগ যুগে।
অন্যদিকে ইংলিশ ক্লাব লিভারপুল এখন পর্যন্ত ৬টি শিরোপা ঘরে তুলেছে। যার দুটি এসেছে ১৯৯২ সালে চ্যাম্পিয়নস লিগ নামকরণের পর। আর বাকি ৪টি ইউরোপিয়ান কাপে।
এই আসরের দ্বিতীয় সেরা দল ইতালির এসি মিলান। তারা জিতেছে ৭টি। আর জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ৬বার এই ট্রফির স্বাদ পেয়েছে। আর কোনো দলই ৫টির বেশি শিরোপা জেতেনি।
রিয়াল ১৬বার ফাইনালে উঠে ১৩বার চ্যাম্পিয়ন। আর অলরেড খ্যাত লিভারপুল ৯বার উঠে ৬বার শিরোপা চুমু খেয়েছে। -অনলাইন ডেস্ক